Post# 1502842230

16-Aug-2017 6:10 am


যখন ইব্রাহিম উনার পিতা আজরকে বললেন,
আপনারা কি মূর্তিগুলোকে ইলাহ বানিয়েছেন?
আমি দেখছি আপনি আর আপনার কওম স্পষ্ট ভুলের মাঝে আছেন।

এভাবে ইব্রাহীমকে আসমান-জমিনের রাজত্ব দেখালাম,
যেন শক্ত বিশ্বাস আনেন।

যখন রাত্রি ঢেকে ফেললো, উনি তারকা দেখলেন।
বললেন, এটা আমার রব।
যখন ডুবে গেলো বললেন,
যা ডুবে যায় তা আমি পছন্দ করি না।

যখন চাদ উঠতে দেখলেন, বললেন এটা আমার রব।
যখন ডুবে গেলো, বললেন যদি আমার রব আমাকে পথ না দেখান
তবে আমি পথভ্রষ্টদের একজন হবো।

যখন সূর্য উঠতে দেখলেন বললেন,
এটা আমার রব, এটা সবচেয়ে বড়।
যখন ডুবে গেলো বললেন,
আমার কওম! তোমাদের শিরক থেকে আমি পবিত্র।
আমি মুখ ঘুরালাম একমাত্র তার দিকে,
যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন।
আমি মুশরিকদের কেউ না।

উনার কওম উনার সাথে ঝগড়া আরম্ভ করলো।
উনি বললেন,
তোমরা কি আল্লাহকে নিয়ে আমার সাথে ঝগড়া করছো?
অথচ উনি আমাকে পথ দেখিয়েছেন।
তোমরা যাদেরকে শিরক কর তাদেরকে ভয় করি না,
বরং আমার রব যা চান সেটাকে ভয় করি।
সব কিছুর উপর আমার রবের জ্ঞান।
তোমরা কি মনে আনো না?

তোমরা যাদের শিরক কর, তাদেরকে আমি কি করে ভয় করবো?
অথচ তোমারা আল্লাহর সাথে শিরক করতে ভয় করো না!
এ অধিকার তোমাদের দেয়া হয় নি।
দু দিকের মাঝে কে বেশি হকদার নিরাপত্তা দিতে?
যদি জানতে।

- সুরা আনআম, ১০ম পৃষ্ঠা থেকে।

16-Aug-2017 6:10 am

Published
16-Aug-2017