Post# 1502754904

15-Aug-2017 5:55 am


১৫ই অগাষ্ট। আজকে বিশেষ দিন। কারন ঠিক এক মাস আগে নিচের পোষ্ট দিয়ে শেখা আরম্ভ করেছিলাম, বাজে তর্কে সময় কমিয়ে দিয়ে।

আলহামদুলিল্লাহ ৩০ দিনে ৮ পৃষ্ঠা হয়েছে, তিন দিনে পৃষ্ঠা করে। বিপরিতে এই সময়টা তর্ক চালিয়ে গেলে জিরো পৃষ্ঠা হতো। নিজেকে প্রবোধ দিতাম তর্ক হলো দাওয়াহ, সোয়াবের কাজ করছি। :-)

পরবর্তি প্লেন: দুই দিনে এক পৃষ্ঠা। দৈনিক সময় বাড়াতে হবে, ফেসবুকে সময় আরো কিছু কমিয়ে দিয়ে। প্রতিদিন ১ ঘন্টা করে শিখবো, ইনশাল্লাহ।

    Comments:
  • https://www.facebook.com/habib.dhaka/posts/10154746712678176
  • FAQ,
    "দুনিয়াবাসীকে এইডা জানাইতে হবে ফেসবুকে পোষ্ট দিয়ে?"
    উত্তর : তর্ক ডিটেকটেড। :V

15-Aug-2017 5:55 am

Published
15-Aug-2017