Post# 1502712089

14-Aug-2017 6:01 pm


"বাড়িওয়ালা নাইরে বাড়ি"


ঢাকা শহরে এখন পঞ্চাশ বছর পুরানো দালান পাওয়া টাফ। সব ভেঙ্গে ফেলা হয়েছে এপার্টমেন্টের জন্য। যদিও এগুলোর নির্মাতাদের স্বপ্ন ছিলো যুগ যুগ ধরে তাদের সন্তানেরা এই দালানে থাকবে।


এক কালে বাড়ির ফ্লোর হতো মাটির।
এর পরে এর উপর ইট বিছানো আরম্ভ হয়।
এর পর সিমেন্টের প্রলেপ, পার্মানেন্ট স্ট্রাকচার।
আয়রন অক্সাইড মিশিয়ে লাল করা হয়।
এর পর সেটা ভেঙ্গে আরো সুন্দর করার জন্য মোজাইক।
এখন মোজাইক ভেঙ্গে টাইলস।

কোনোটাই পারমানেন্ট না।
পারমানেন্ট ছিলো না।
এটাও থাকবে না।


হাদিসে পাকা দালান করতে নিরুৎসাহিত করা হয়েছে।
অপ্রয়োজনে জায়গা বিক্রি করতেও নিরুৎসাহিত করা হয়েছে।

৭০ দশকে যার হাতে ১ লক্ষ টাকা ছিলো সে এটা দিয়ে বাড়ি করলে লাভবান হতো, নাকি জায়গা কিনে রাখলে?

জেনে বা না জেনে যারা হাদিসের কথাগুলো অনুসরন করেছে তারাই লাভবান।

14-Aug-2017 6:01 pm

Published
14-Aug-2017