Post# 1502673175

14-Aug-2017 7:12 am


প্রসংগ : গ্রামার


ইংরেজি গ্রামার শেখার আগে আমাকে ইংরেজিতে কথা বলা শিখতে হয়েছিলো। টেন্স সব জানতাম না। I had been doing... কখনো বলতাম না। বলতাম I was doing... তাতেই চলতো। শ্রোতা বুঝতে পারতো কি বলছি।

এখনো দেখেছি বিদেশে কথ্য ইংরেজিতে এই সরল পদ্ধতি ব্যবহার করে। বৃটিশ posh রা এই রকম পারফেক্ট গ্রামার ব্যবহার করার চেষ্টা করে। বাকি দেশগুলোতে আমরা যেভাবে কথা বলি সে রকম।


আরবীতে কথা বলার সময় - যাহাবা "আহমেদু" ইলাল মাদ্রাসা কেউ বলে না। বলে যাহাবা "আহমেদ"। শেষের উ-টা ফেলে দেয়। যদিও গ্রামার রুলে শেষ অক্ষরে কখন ফাতহা-কাসরা-দাম্মা বসবে তার উপর বিস্তারিত আলোচনা আছে।

কথ্য ভাষায় এগুলো সহজ করে ফেলা হয়। গ্রামার লাগে কিন্তু একাডেমিকলি আমরা যত শিখি তত লাগে না।


ইংরেজিতে টেন্স শিখেছিলাম ক্লাস সিক্স এ ঊঠে। ইন্টারেস্টিংলি ঐ সময় স্কুলে যে শিক্ষকগন আমাদের শেখাতেন তারা গ্রামারে খুব এক্সপার্ট ছিলেন। কিন্তু ইংরেজিতে কথা বলতে পারতেন না।

দুটোর মাঝে ঐ রকম স্ট্রং বন্ডিং নেই যেরকম আমরা ধারনা করি।

14-Aug-2017 7:12 am

Published
14-Aug-2017