খবর: সীমান্তপথে পালে পালে আসছে ভারতীয় গরু।
ভারতীয় সীমান্তের ৩১টি করিডোর খুলে দেয়া হয়েছে। গরু আনার ৯৬টি অবৈধ পথেও পাহারা শিথিল করা হয়েছে। ফলে প্রতিদিন পালে পালে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে।
বিজিবি মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতে সমস্যা আছে। গরু জবাই দিতে পারে না, ঘাসেরও সমস্যা। ওরা বেশি পাগল থাকে আমাদের দেশে গরু পাঠানোর জন্য।
এদিকে দেশে যে পরিমাণ গরু রয়েছে তাতে কোরবানির চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব জানিয়ে ভারত থেকে গরু আনা বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।
বলা হয়, ২০১৬ সালে পশু কোরবানি হয় এক কোটি চার লাখ। বর্তমানে এক কোটি ১৫ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে। এ অবস্থায় যদি পশু আমদানি বন্ধ না করা যায়, তাহলে দেশীয় গরু লালন-পালনকারীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।
কোরবানির ঈদকে সামনে রেখে চলতি আগস্ট মাসে ভারত থেকে বৈধ ও অবৈধ পথে অন্তত ৪০ লাখ ভারতীয় গরু আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- Comments:
- Definitely. But unlike what Indians generally claim, it wasn't us that were desperate for their cows, rather it was them that were desperate for sending us their cows. That was the point.