Post# 1502534300

12-Aug-2017 4:38 pm


ইদানিং মালেকি মাজহাবের ব্যপারে ইন্টারেস্টেড হয়ে উঠেছি। কিছু কিছু শেয়ার করবো চিন্তা করছিলাম। কিন্তু আমার স্টাইল হলো share the information without adding your views. এ থেকে নানা জনে নানা অর্থ নিয়ে আসে।

মাঝে আখিরুজ্জামানের হাদিসগুলো নিয়ে কিছু লিখছিলাম -- মার্কড হয়ে গেলাম।

এর পর ফিতনা নিয়ে -- আবার মার্কড।

সাইন্স নিয়ে পড়লাম -- "এই লোক হলো বিজ্ঞানমনস্ক, শুধু অংক বুঝে।"

লিখলাম মাজহাবগত পার্থক্য -- "উনি শুধু ইখতিলাফি বিষয় নিয়ে পড়ে থাকেন।"

Logical fallacy, astronomy এগুলো নিয়ে কিছু বলার পর আর বেশি বলার সাহস করিনি। কে আবার কি মনে করে বসে। :V

এখনও কিছু বলার আগে ১০ বার চিন্তা করে বলতে হয়।

যারা বলেন, এই ভাবে দশ রকম বিষয়ে পোষ্ট দেই কেন? তাদের উত্তর উপরে। :V

আর এখন আরবী পাঠ্য বইয়ের পাতা-ছড়া শেয়ার করছি কারন ছোটবেলায় মধ্যপ্রাচ্যে থাকার কারনে ক্লাস থ্রি পর্যন্ত স্কুলে এই বইগুলো পড়ে এসেছি। এর পরের ক্লাসের বইগুলো তখন বড় ভাইদের পড়তে দেখতাম, খুব কঠিন মনে হতো। এখনো আমার তাই মনে হয় কিনা সেটা চেক করার উৎসাহ রয়ে গিয়ৈছে। No other meaning.

Anyway এর পর মালেকি মাজহাব। No confusion intended. No hidden message.

    Comments:
  • মালেকি মাজহাব সাধারন বিষয়। কোনো তর্ক নেই, কারন এই দেশে মালেকি মাজহাবের কোনো অনুসারী নেই। me thinks. কোনো পোষ্ট ভাইরাল হওয়ার আশংকা আছে?
  • Accepted. তাহলে সাধারন হবার জন্য কি করা যায়?

12-Aug-2017 4:38 pm

Published
12-Aug-2017