"হানাফিরা বেতেরের নামাজের মাঝখানে যে আবার আল্লাহু আকবার বলে হাত তুলে এটা কই পাইলো?"
সালাফিরা বেতেরের নামাজে কুনুত পড়ার সময় দুই হাত দুলে মোনাজাতের মত ধরে থাকে এটা দেখেছেন তো?
"হুম"
হাদিসে কুনুতের আগে দুই হাত তুলার কথা আছে। সালাফিরা এর অর্থ দুই হাত তুলে মোনাজাতের মত ধরে থাকা নিয়েছে। হানাফিরা দুই হাত তুলা মানে তকবির দেয়া নিয়েছে।
That's the difference.