প্রসঙ্গ : সার্ভিস প্রোভাইডার
জিনিসটা এইভাবে দেখেন। ঔষধ তৈরি করা কঠিন। কিন্তু ক্যন্সারের ঔষধ তৈরি করার পরেও মানুষ বাজার থেকে ঔষধ সরাসরি কিনতে পারে না। একজন ডাক্তারের কাছে যেতে হয় যে কিনা ১০০০/= ভিজিট নিয়ে ঔষধটা লিখে দেয়।
ডাক্তার হলো কনসালটেন্স, মিডেল ম্যন। রোগি যেহেতু কি ঔষধ লাগবে বুঝে না। তাই "যেটা ভালো মনে করেন লিখে দেন ডাক্তার সাহেব।"
প্রোগ্রামারদের জব এর পর কনসালটেন্টদের মত হবে। বিজনেস অর্গানাইজেশনগুলো ক্লাউড সার্ভিসের ডিটেলস যেহেতু জানে না, বা কোনটা কি কাজে লাগবে বুঝে না। প্রোগ্রামারদের টাকা দেবে "যেটা ভালো মনে করেন, করে দেন" মুডে।
There is still hope. :-)
- Comments:
- হুমকি ধামকি বেশি। এখন কে পিছিয়ে যায় সেটা দেখার বিষয়।
- তিন ওয়াক্ত নামাজ পড়ার নিয়মটা শিয়াদের মাঝে প্রচলিত। ইরানে নাকি আজানই হয় তিন ওয়াক্ত। জোহর-আসর একসাথে, মাগরিব-ইশা এক সাথে।