Post# 1502412533

11-Aug-2017 6:48 am


তিনি রাতে তোমাদের জীবন নিয়ে নেন।
জানেন তোমরা দিনে যা করো,
তাই দিনে তোমাদেরকে জীবিত করেন সময়কাল পূর্ন করতে।
এর পর উনার কাছে ফিরা।
তোমাদেরকে জানানো হবে যা করে এসেছো।

উনি বান্দাদের উপর রক্ষাকারী,
তোমাদের উপর হেফাজতকারী পাঠান।
এমন কি যখন কারো মৃত্যু আসে,
তখন উনি অনেককে পাঠান যারা জীবন নেয়।
তারা কাজে হেলা করে না।

এর পর আল্লাহর কাছে ফিরা- তাদের সত্য মাওলা!
বিচার উনার উপর, সবচেয়ে দ্রুত হিসাব নেন।

বলুন, কে তোমাদের জলে-স্থলের অন্ধকারে রক্ষা করেন?
যখন উনাকে ডাকো কাতর হয়ে মনে মনে-
যদি এ থেকে আমাদেরকে রক্ষা করেন তবে আমরা শোকরকারী হবো।

বলে দিন, তখন আল্লাহ তোমাদের উদ্ধার করেন সেই বিপদ থেকে,
আর সমস্ত বিপদাপদ থেকে।
এর পরও তোমরা শিরক করো।

বলে দিন,
উনি উপর থেকে বা নিচ থেকে তোমাদের আযাব পাঠানোর ক্ষমতা রাখেন।
অথবা তোমাদের দিশেহারা করে দিতে পারেন দলাদলি করিয়ে।
একদলকে ভোগ করাতে পারেন অন্য দলের আক্রমন।
দেখুন কত ভাবে আমি আয়াত বর্ননা করি যেন তারা বুঝে।

তোমার কওম একে মিথ্যা বলে, অথচ এটাই সত্যি।
বলে দিন, আমি কি তোমাদের জন্য উকিল না?

প্রতিটা ভবিষ্যৎবানীর নির্দিষ্ট সময় আছে,
তারা শিগ্রি জানতে পারবে।

যখন দেখবেন তারা আমার আয়াত নিয়ে বাজে কথা বলছে,
তখন তাদের থেকে দূরে সরে যান, যতক্ষন না অন্য প্রসংগে যায়।
যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয়,
তবে মনে পড়ার পর জালেমদের সাথে বসে থাকবেন না।

- সুরা আল-আনআম, ৮ম পৃষ্ঠা থেকে।

11-Aug-2017 6:48 am

Published
11-Aug-2017