ফিলিম নিয়ে চিন্তা করার বয়স যখন আমার ছিলো তখন ছিলো রাজ্জাক-শাবানার যুগ।
সালমান শাহ কবে নায়ক হয় আর কবে হিট হয়, জানা নেই। তবে মারা যাবার পরে পেপারে খবর পড়েছিলাম এটা মনে আছে।
সে সময়ে "শাহ" "সালমান" "খান" এই ধরনের ইন্ডিয়ান নায়কদের নাম দিয়ে দেশে বহু নায়ক বেরিয়ে গিয়েছিলো। উনাকে এদের মাঝে এক্সেপশনাল কেউ মনে করতাম না।
পরে জেনেছি উনি মারা যাবার পর দেশে ২১ জন তরুনী আত্মহত্যা করেছিলো শোকে। এটা এক্সেপশনাল। [একানে ইমো হবে, তবে কি ইমো হবে জানি না]
এখন খবর আসছে তিনি আত্মহত্যা করেন নি, বরং হত্যা করা হয়েছে। এই দাবিটা তার মা আগেও করেছিলেন, পেপারে এসেছিলো, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম আবেগের কথা। এখন দেখি সত্য হবার সম্ভাবনাই বেশি।