কোরআন শরিফ যারা শিখছেন,
১
ছয় পৃষ্ঠা হয়ে গেলে একজন হাফেজকে শুনাতে হবে। হুড়মুড় করে না শুনিয়ে, দৈনিক ১ পৃষ্ঠা করে শুনানো ভালো। আজকে যেটা শুনালাম সেটার ভুলগুলো মার্ক করে রেখে পরদিন সেটা শুদ্ধ করে আবার শুনাতে হবে। এর সাথে নতুন আরেক পৃষ্ঠা। সেটার ভুলগুলো আবার মার্ক করে রাখতে হবে।
২
ইন্ডেক্সিংটা জরুরী। যেন উল্টো পাল্টা না হয়ে যায়। এর জন্য এখন যা করছি।
- প্রতি পৃষ্ঠার প্রথম কয়েকটা শব্দ আলাদা করে মুখস্ত করে নেয়া। সিরিয়ালি যেন বলতে পারি। যেমন, প্রথম পৃষ্ঠা আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পৃষ্ঠা ওলাও জায়ালনাহুম...।
- যে পৃষ্ঠা শিখছি তার প্রতিটা আয়াতের প্রথম দুটো শব্দ সিরিয়ালি শিখে নেয়া। এটাকে এক্সট্রা চাপ মনে হলেও পরের কাজ অনেক সহজ হয়ে যায়।
৩
সময় একদম কমিয়ে দিয়ে, কতটুকু স্টেডিলি শেখা যায় সেটা দেখার বিষয়। কারন কোনো সপ্তাহে সময় খুব বেশি দিয়ে এর পরে যেন উৎসাহ কমে না যায়।
আল্লাহ তায়ালা সহজ করুন।
- Comments:
- সহি বাত হে। আমিও অল্প অল্প করে সব জানি, অল্প বাংলা, অল্প আরবী...। তাই প্রডাকটিভ কিছু করতে পারি না :-)
- এর জন্য চাকরি আছে। ইই-এর বাজার আরো খারাপ বলে শুনেছি, মোবাইল কম্পানিগুলো মন্দা যাচ্ছে বলে।
চাকরি নেই তা না, কিন্তু যত ছাত্র আছে তত নেই। - বাজারে ঢুকলে সে মতিগতি বুঝে ফেলতে পারবে ইনশাল্লাহ কোন দিকে তার সুবিধা। Let him test the water first.