Post# 1502324292

10-Aug-2017 6:18 am


ভাইয়েরা এটা বুঝতে হবে চাকরির বাজার আর আগের মত রম রমা নেই।

তাই কোনো প্রতিষ্ঠানে ঢুকে দৈনিক ১০ ঘন্টা খেটেও যদি ৮ হাজার টাকা বেতন পাওয়া যায়, তবে সেটা সারাদিন ফেসবুক করে মাসের শেষে শূন্য টাকা পাওয়ার থেকে অনেক অনেক ভালো। হোক না সেটা প্রোগ্রামিং জব।

এর থেকে ভালো অফার থাকলে অল্প বেতনে যাবেন কেন? আর কয়েক বছর বসে থেকেও এর থেকে ভালো অফার না পেলে, শুধু শুধু বসে থাকবেনই বা কেন?

তবে উচ্চ শিক্ষিত ছাড়া বাকিদের চাকরির বাজার রমরমা। ঢাকায় একজন কাজের মহিলার বেতন গত বছর ছিলো ১০ হাজার টাকা মাসে। এই বছর ১২ হাজার টাকা। দৈনিক ৮ ঘন্টা কাজ, সপ্তাহে ১ দিন ছুটি। :'(

10-Aug-2017 6:18 am

Published
10-Aug-2017