হজ্জ ফ্লাইট, খবর পড়ে যা বুঝছি।
১
পাচ বছরে একবার হ্জ্জ ওমরাতে গেলে দ্বিতীয়বার ঢুকার জন্য ৪০ হাজার টাকা ট্যক্স দিতে হবে সরকারকে। তেলের দাম কমে গিয়েছে বলে সৌদিদের ফান্ডে টান পড়েছে, সে জন্য এই নিয়ম। এটা কয়েক বছর ধরে সৌদি সরকার নিউজে বলছে। এজেন্সিগুলো শুনে নি। হয়তো তাদের অলটারনেট ব্যবস্থা জানা ছিলো।
কিন্তু এই বছর, ভিসা আটকিয়েছে।
২
দ্বিতীয়তঃ বাংলাদেশি এজেন্সিগুলো গ্রেড D বা এই রকম সৌদি সার্ভিস প্রোভাইডার ভাড়া করে খরচ কমানোর জন্য। এই বছর সৌদি সরকার ঐ গ্রেডের তাবু কমিয়ে দিয়েছে। এর থেকে উপরের গ্রেডের নিতে হবে কিছু বেশি টাকা দিয়ে। ওগুলো খালি আছে। লাস্ট গ্রেডে কোনো খালি নেই।
দেশি এজেন্সিগুলো এই টাকা দিতে রাজি না। ভিসা আটকিয়ে আছে।
উল্লেখ্য হজ্জের সময়ে গ্রেড D রাখে মুজাদালিফাতে। অন্য গ্রেডগুলো রাখে মিনাতে। আর বেশি কথা বললাম না।
৩
আজকেও দুই ফ্লাইট বাতিল, কালকের আরো দুই ফ্লাইট বাতিল। কারন হাজ্জি নেই। ভিসা এখনো হয় নি বলে। হজ্জের আর ২০ দিন। আগেও ফ্লাইট বাতিল হতো। কিন্তু হজ্জের এত কাছে এসে হতো না।
- Comments:
- না সম্ভব না। ২০০০ সালের আগে এরকম করা যেতো।
- টুরিস্ট ভিসায় মক্কা-মদিনা ঢুকতে দেয় না।