Post# 1502239551

9-Aug-2017 6:45 am



কোনো ভাষার ২৫% যদি কেউ বুঝে, তবে বাকিটা কনটেক্সট থেকে বুঝে নিতে পারবে যদি কি বিষয়ে সে কথা বলছে এটা আগে থেকে জানা থাকে।

এজন্য পিকচার বুক প্রথম দিকে বেশ ইফেক্টিভ। ছবি দেখে বুঝা যায় কি বিষয়ে লিখেছে এবং আমি যা বুঝছি সেটা ঠিক কিনা।

২৫% থ্রেশহোল্ড পার হলে এর আরেকটা ভালো সাইড হলো, এর পর বিভিন্ন পত্রিকা-লিখা পড়ার একটা ইন্টারেস্ট আসে। কারন সব না বুঝলেও কিছু বুঝা যায়। পড়তে পড়তে এর পরের শিখাটা আগের থেকে অনেক বেশি গতি পায়।


শুনে বুঝার জন্য ভিডিও দেখা। তবে মিশরি আরবী আর অন্যান্য দেশের আরবীর মাঝে বিশাল ফারাক আছে। মিশরী আরবী আমি কোনো কালেই বুঝতাম না।


কথা বলার জন্য? লিখার জন্য?

কথা বলা শিখার জন্য ঐ পরিবেশে গিয়ে থাকতে হবে। এটা রিমোটলি সম্ভব না।

আর লিখা শিখার জন্য একাডেমিক্যলি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লম্বা সময় নিয়ে শিখতে হবে। এটা শুধু দেখে দেখে বা পড়ে পড়ে হয় না।

9-Aug-2017 6:45 am

Published
9-Aug-2017