Post# 1502206952

8-Aug-2017 9:42 pm


সময় কি?
আমরা সময় জানতে চাইলে ঘড়ির দিকে তাকাই।
কিন্তু এটা ছাড়াও সময় জানার অন্যান্য উপায় আছে।
যেমন আকাশে সুর্যের অবস্থান দেখে জানা যায়।

জীব জন্তুরও গোপন উপায় আছে সময় জানার।
একটা সময় পর পর ঝিনুক মুক্তা খুলে।
সমুদ্র থেকে সরানোর আগ পর্যন্ত এরকম করতে থাকে।

পাখি সকাল কাছিয়ে আসলে জানতে পারে।
এবং ভোরের আলো ফুটার আগে কিচির মিচির করতে থাকে।

নতুন শব্দ,
মাহার-ঝিনুক : محار
আসদাফ-মুক্তা : اصداف
দাল্লা-করতে থাকা : ظل
তাগরিদ-কিচির মিচির : تغريد
বালাজ-ভোর : انبلاج

8-Aug-2017 9:42 pm

Published
8-Aug-2017