Post# 1502179673

8-Aug-2017 2:07 pm


এভাবে তাদের কিছুদেরকে দিয়ে অন্যদের পরিক্ষায় ফেলি,
যেন তারা বলে, ওরাই কি আমাদের মাঝে আল্লাহর পছন্দের দল?
আল্লাহ জানেন শোকর আদায়কারীদের।

আপনার কাছে যখন আমার আয়াতে বিশ্বাসিরা আসে,
বলুন, তোমাদের উপর সালাম!
তোমাদের রব নিজের উপর রহমত লিখেছেন যে,
তোমাদের মাঝে যারা না জেনে পাপ করে,
এর পরে তৌবা করে, নেক কাজ করে,
তবে উনি গাফুরুর রহিম।

এভাবে আয়াত বর্ননা করি, যেন পাপীদের পথ স্পষ্ট হয়।

বলে দিন,
তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো,
তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে।
তোমাদের খুশি মতো আমি চলবো না।
তাহলে আমি বিপথগামী হবো, সুপথে থাকবো না।

বলে দিন, আমার রবের পাঠানো প্রমানের উপর আমি আছি।
তোমরা সেটাকে মিথ্যা বলেছো।
তোমরা এখনই যা চাও, সেটা আমার কাছে নেই।
স্বিদ্ধান্ত দেয়ার মালিক আল্লাহ।
উনি সত্য বলেন, শ্রেষ্ঠ ফয়সালাকারী।

তোমরা এখনই যা চাচ্ছো তা যদি আমার কাছে থাকতো,
তবে আমার আর তোমাদের মাঝে সব এখানেই শেষ হতো।
আল্লাহ জালেমদের ব্যপারে জানেন।

উনার কাছে গায়বের চাবি।
এসব অন্য কেউ জানে না, উনি ছাড়া।
উনি জানেন স্থলে-জলে যা আছে।
উনার জ্ঞানের বাইরে -
না কোনো পাতা ঝড়ে,
না কোনো শষ্যের-দানা পড়ে মাটির অন্ধকারে,
না শুকনো, না ভেজা।
সবকিছু লিখা আছে পরিষ্কার কিতাবে।

- সুরা আল-আনআম, ৭ম পৃষ্ঠা থেকে।

    Comments:
  • "কিছু বদলাবে না" -- এর পরও এই ধরনের পোষ্টগুলো বেকার না। কারন "শাসকদের খারাপকে খারাপ জানতে হবে।" এবং "তাদের সামনে হক কথা বলতে হবে।" এই দুটো এটলিষ্ট পূর্ন হয়।

8-Aug-2017 2:07 pm

Published
8-Aug-2017