৬:৫৭
قُلْ إِنِّي عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّي
وَكَذَّبْتُم بِهِ
مَا عِندِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ
إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ
يَقُصُّ الْحَقَّ وَهُوَ خَيْرُ الْفَاصِلِينَ
বলে দিন, আমার রবের পাঠানো প্রমানের উপর আমি আছি।
তোমরা সেটাকে মিথ্যা বলেছো।
তোমরা যা এখনই চাও, সেটা আমার কাছে নেই।
স্বিদ্ধান্ত দেয়ার মালিক আল্লাহ।
উনি সত্য বলেন, উনি শ্রেষ্ঠ ফয়সালাকারী।
শব্দ,
কিছছা-বর্ননা : يَقُصُّ কিচ্ছা থেকে।
ফসল-ফয়সালা : الْفَاصِلِينَ এর আগের نفَصِّلُ এর রুট একই।
৬:৫৮
قُل لَّوْ أَنَّ عِندِي مَا تَسْتَعْجِلُونَ بِهِ
لَقُضِيَ الأَمْرُ بَيْنِي وَبَيْنَكُمْ
وَاللّهُ أَعْلَمُ بِالظَّالِمِينَ
তোমরা যা এখনই চাচ্ছো তা যদি আমার কাছে থাকতো,
তবে আমার আর তোমাদের মাঝে সব এখানেই শেষ হতো।
আল্লাহ জালেমদের ব্যপারে জানেন।
- Comments:
- কারো যদি আয়াতগুলো বুঝতে অসুবিধা হয়//
কাফেররা স্পষ্ট প্রমান চেয়েছে।
রাসুলুল্লাহ ﷺ বলছেন, আমি স্পষ্ট প্রমান দেখেই তোমাদের বলছি, তোমরা আমাকে বিশ্বাস করছো না।
যদি তোমাদেরও স্পষ্ট প্রমান দেয়া হতো তবে এর পর তোমাদের পরিক্ষার কোনো সুযোগ দেয়া হতো না। এখানেই সব শেষ। মানে কিয়ামত বা তাদের মৃত্যু। - ভার্চুয়ালি সেটই তো করছি। নাকি?