Post# 1502122559

7-Aug-2017 10:15 pm


৬:৫৫
وَكَذَلِكَ نفَصِّلُ الآيَاتِ وَلِتَسْتَبِينَ سَبِيلُ الْمُجْرِمِينَ

এভাবে আয়াত বর্ননা করি, যেন পাপীদের পথ স্পষ্ট হয়।

শব্দ,
ফসল-ভাগ করা : نفَصِّلُ classify.
ইসতাবিন-স্পষ্ট করা : وَلِتَسْتَبِينَ মনে রাখার জন্য বাইনা মাঝামাঝি। আসলে بين থেকে استبين এসেছে কিনা জানি না।

৬:৫৬
قُلْ إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللّهِ
قُل لاَّ أَتَّبِعُ أَهْوَاءكُمْ
قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَاْ مِنَ الْمُهْتَدِينَ
বলে দিন,
তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো,
তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে।
তোমাদের খুশিমতো আমি চলবো না।
চললে আমি বিপথগামী হবো, সুপথে থাকবো না।

7-Aug-2017 10:15 pm

Published
7-Aug-2017