: ঠিক আছে, ফুল না নিলেন; আপনের পাওনা টাকাগুলা নেন।
: আর টাকা! এমনও হইতে পারে, দেখা যাবে- দু’দিন পরে আমার সব টাকা-পয়সা ইন্দুরে কাটতেছে! টাকা দিয়া আমি কী করব? আপনে বরং এক কাজ করেন, মসজিদ-মাদ্রাসাْ দান কইরা দেন।
অবাক কাণ্ড! টাকার প্রতি তুফান সরকারের মোহ নেই, এর মানে কী?
: ভাই, পুলিশ কি থেরাপি দিতে দিতে আপনেরে বাউলা বানাইয়া ফেলছে!
: আরে না; পুলিশ আমারে কাবু করতে পারে নাই!
: তাইলে?
: গত রাইতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি।
: কী স্বপ্ন?
: দেখলাম, আমি আমার নিজের লাশ কান্ধে লইয়া হাঁটতেছি।
______________
লিখক মোকাম্মেল হোসেন : সাংবাদিক, যুগান্তর। কতটুকু পেরডি আর কতটুকু সত্য জানি না।