Post# 1502076209

7-Aug-2017 9:23 am


আজকে রাতে আংশিক চন্দ্র গ্রহন। আমেরিকা ছাড়া বাকি পৃথিবীর সর্বত্র থেকে দেখা যাবে।

ঢাকা থেকে দেখা যাবে। আকাশে পূর্নিমার চাদ থাকবে। এই অবস্থায় গ্রহন।

রাত ১০ টায় চাদ লাল হওয়া আরম্ভ করবে।
রাত সাড়ে ১১ টায় কালো ছায়া পড়া আরম্ভ হবে।
সাড়ে ১২ টায় চাদের চার ভাগের এক ভাগ কালো হয়ে যাবে। এর পর আর না বেড়ে গ্রহন কমে যেতে থাকবে।
রাত দেড় টায় কালো ছায়া পুরো কেটে যাবে।
রাত তিনটায় লাল রং চলে যাবে, এর পর নরমাল।

7-Aug-2017 9:23 am

Published
7-Aug-2017