প্রথম ৬ পৃষ্ঠা এখন একজন হাফেজকে শুনাচ্ছি।
দৈনিক ১ পৃষ্ঠা।
যে জায়গায় ভুল ধরা পড়ে, সেগুলো ঠিক করে পর দিন আবার শুনানো।
এর পর সামনের এর পৃষ্ঠা শুনানো। এভাবে।
বাচ্চাদের যে হুজুর পড়ান উনাকে দিয়েই হবে।
তবে একটু শক্ত হাফেজ হতে হবে যেন এগ্রাসিভলি ভুল ধরতে পারেন।
- Comments:
- আল কুরআন Green Tech
তবে আই ফোনে এটাও নেই, সম্ভবতঃ।https://play.google.com/store/apps/details?id=com.greentech.quran&hl=en
https://play.google.com/store/apps/details?id=com.greentech.quran&hl=en - মনে হয় এত বড় মোবাইল যে ফেসবুক ধারনা করেছে যে ওটা পিসিই হবে।