Post# 1501947378

5-Aug-2017 9:36 pm


ফাস্ট-ফুড


এক ছোট ফার্মের মুরগি কিনেন। ১ কেজি আলু। বাসায় চিকেন ফ্রাই আর আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খান।

খরচ : ২০০/= পরিমান : ২ কেজি। সময় : ২ ঘন্টা।


কাটা কাটি করতে ঝামেলা লাগে? দোকান থেকে প্রোসেসড মসলা মাখানো চিকেন কিনেন। আর ফ্রোজেন পেকেট ফ্রেঞ্চ ফ্রাই। বাসায় এনে শুধু তেলে ভাজা।

খরচ : ৪০০/= পরিমান : ১ কেজি। সময় : ১ ঘন্টা।


এতেও অলসতা? কোনো ফাস্ট ফুডের দোকানে যান। ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই অর্ডার দিন।

খরচ : ৮০০/= পরিমান : আধা কেজি। সময় : ৩০ মিনিট।

প্রতি ধাপে খরচ বেড়ে দ্বিগুন। পরিমান কমে অর্ধেক।

Which one is worth it?

    Comments:
  • which bit?
  • একেকটা পা এর দাম ১৫০/= থেকে ২০০/=। আধা কেজি হতে কতগুলো পা লাগবে হিসাব করেন।

5-Aug-2017 9:36 pm

Published
5-Aug-2017