Post# 1501941655

5-Aug-2017 8:00 pm


রুটি-পরটা


নানি-দাদিদের আমলে।
দুটো সলিড পাথরের চাকা থাকতো।
মাঝে গম রেখে ঘুরালে গম পিষে আটা।
এর নাম যাতা।
হাতে ঠোসা পড়ে যেতো।


মা-খালাদের আমলে।
এত কষ্ট নেই।
আটা মেশিনে ভাঙ্গায়।
পিড়ি বেলুনে রুটি বানায়।
বেলুন চালাতে চালাতে হাত শক্ত।


বর্তমানে ফেমিনিষ্টদের যুগ।
দোকান থেকে কিনে আনে ফ্রোজেন পরটা।
যাতা-বেলা কিছু নেই।
কেবল ফ্রাই পেনে ভাজা।

5-Aug-2017 8:00 pm

Published
5-Aug-2017