Post# 1501837754

4-Aug-2017 3:09 pm


প্রসংগ : বর্ষা।


পরিক্ষায় প্রশ্ন : নামাজের জন্য পাচটি প্রয়োজনীয় উপকরনের নাম লিখো।
ছাত্র উত্তর লিখছে, জায়নমাজ, তসবিহ, টুপি...একটু চিন্তা করে...জুতা ও ছাতি।

একটা ওয়াটার প্রুফ জুতা আর ছাতা না হলে এই বর্ষায় মসজিদে যাওয়া কষ্টকর। রাস্তা যেহেতু সবসময় কাদা থাকে।


ছাতার দ্বিতীয় উপকার হলো, মসজিদ থেকে বেরুনোর সময় এটা লাঠির মত নামাজীদের সামনে ধরে হেটে পার হয়ে আসতে পারবেন।

একারনে ছোট বেলায় মুরুব্বিদের দেখতাম ১২ মাস একটা ছাতা আর প্লাসটিকের জুতা পড়তে। তখন এটা এক্সট্রিম আনস্মার্ট মনে হতো। এখন আমার কাছে নেসেসিটি স্মার্টনেসের উপর প্রায়োরিটি পায় :-)


দেশের কুকুর প্রেমিকদের কল্যানে আগে যে রাস্তায় ২ টা কুকুর থাকতো সেখানে এখন ২০টা।

বৃষ্টির দিন হেটে যাচ্ছেন। একটা ভিজা কুকুর আপনার গা ঘেষে গেলো। কাপড় নাপাক হবে?

ছাত্র অবস্থায় প্রথম যখন বই পড়ছিলাম তখন পড়েছিলাম, কুকুরের মুখের লালা শুধু নাপাক। এর পর লোকমুখে শুনেছিলাম গা ভিজা থাকলে গা নাপাক। মুরুব্বিদের দেখতাম কাপড়ে ভিজা কুকুর লেগে গেলে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার মসজিদে যেতে।

এখন নেটে সার্চ করে দেখি বর্তমান ফতোয়া হলো, কুকুরের গা ভিজা হলেও নাপাক না। শুধু লালা নাপাক।


রাস্তার কাদা ছিটে কাপড়ে লাগলে ধুতে হবে? নাকি সেই ময়লা দিয়ে নামাজ হবে।

যা শিখেছি - ঐ ময়লা দিয়েই নামাজ হবে। যদি না ঐ কাদায় স্পষ্ট বা নিশ্চিৎ নাপাকি থাকে।

পেছনের লোকেরা আপত্তি জানাবে। কারন দেখতে খারাপ লাগে। কিন্তু নামাজ হবে।

এর আরেকটা সমাধান হলো প্লাসটিকের জুতা। মুরুব্বিদের স্টাইলে। আনস্মার্ট যদিও, তবুও প্রেকটিক্যল। কাদা ছিটবে না।

4-Aug-2017 3:09 pm

Published
4-Aug-2017