Post# 1501769876

3-Aug-2017 8:17 pm


এর পর জালেমদের শিকড় কেটে গেলো,
আলহামদু লিল্লাহ, রাব্বিল আলামিন।

তাদেরকে বলেন,
বলতো যদি আল্লাহ তোমাদের দৃষ্টি-শ্রবন শক্তি তুলে নেন,
আর তোমাদের অন্তর সিল করে দেন,
তবে কোন ইলাহ ফিরিয়ে দিবে, আল্লাহ ছাড়া?
দেখেন আমি কত ভাবে আয়াত বর্ননা করছি।
এর পরও তারা এড়িয়ে চলে।

বলে দিন, যদি তোমাদের উপর আল্লাহর আযাব আসে হটাৎ দৃশ্যমান হয়ে
তবে জালেম কওমই ধ্বংশ হবে।

আমি রসুলদের পাঠাই সুসংবাদ আর হুশিয়ার জানাতে।
যে ঈমান আনে সৎ কাজ করে তার ভয় নেই, দুঃখিত হবে না।
আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে,
তাদেরকে আযাব স্পর্শ করবে, ফাসেকির কারনে।

বলে দিন,
বলছি না আমার কাছে আল্লাহর খাজানা আছে।
আর গায়েবের খবরও আমার জানা নেই।
আর তোমাদেরকে এও বলছি না যে আমি ফিরিস্তা।
আমি শুধু তাই অনুসরন করি, যে ওহি আমার উপর আসে।
বলুন,
অন্ধ আর অন্ধ-না, দুজন কি সমান?
তোমরা চিন্তা কর না?

এটা দিয়ে আপনি সাবধান করেন তাদের,
যাদের ভয়- তাদের রবের কাছে একত্রিত হওয়া।
উনি ছাড়া কোনো রক্ষাকারী-সুপারিশকারী নেই।
তাই তারা যেন তাকওয়া করে।

আর তাদেরকে দূর করবেন না,
যারা নিজেদের রবকে সকাল-সন্ধায় ডাকে, সন্তুষ্টি চেয়ে।
তাদের কোনো হিসাব আপনার উপর নেই।
আপনার কোনো হিসাব তাদের উপর নেই।
দূর করলে বরং আপনি জালেমদের কেউ।

- সুরা আনআম, পৃষ্ঠা ৬ থেকে।

3-Aug-2017 8:17 pm

Published
3-Aug-2017