Post# 1501609619

1-Aug-2017 11:46 pm


৫ম পৃষ্ঠা এখনো শিখছি, সম্ভবতঃ কালকেও লাগবে।

এই পৃষ্ঠার অডিওতে তিলওয়াতের সময় কান্নায় শায়েখের তিলওয়াত জড়িয়ে যায়। একারনে বার বার এটা শুনার সুযোগ নেই।

এখানে চেষ্টা করে দেখলাম শুনার স্টেপটা বাদ দিয়ে, শুধু পড়ে মনে রাখা যায় কিনা। দেখলাম হয় না। শুনা জরুরী।

রবি বার থেকে চার দিনে ১ পৃষ্ঠা। আর বৃহস্পতি থেকে ৩ দিনে আরেক পৃষ্ঠা। এভাবে চেষ্টা করছি। শুক্র শনি ছুটি বলে বেশি পড়া যায়।

1-Aug-2017 11:46 pm

Published
1-Aug-2017