৬:৪৫
فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُواْ
وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ
এর পর জালেমদের শিকড় কেটে গেলো,
আলহামদু লিল্লাহ, রাব্বুল আলামিন।
৬:৪৬
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ
وَخَتَمَ عَلَى قُلُوبِكُم
مَّنْ إِلَـهٌ غَيْرُ اللّهِ يَأْتِيكُم بِهِ
انظُرْ كَيْفَ نُصَرِّفُ الآيَاتِ
ثُمَّ هُمْ يَصْدِفُونَ
তাদেরকে বলেন,
বলতো যদি আল্লাহ তোমাদের দৃষ্টি-শ্রবনশক্তি তুলে নেন,
আর তোমাদের অন্তর সিল করে দেন,
তবে কোন ইলাহ ফিরিয়ে দিবে, আল্লাহ ছাড়া?
দেখেন আমি কত ভাবে আয়াত বর্ননা করছি।
এর পরও তারা এড়িয়ে চলে।
শব্দ,
দাবির-শেকড় : دَابِرُ
খাতাম-সিল : وَخَتَمَ সে থেকে কোরআন খতম।
সদফ-এড়ানো : يَصْدِفُونَ । এর কোনো Mnemonic পেলাম না। ক্রড শিখতে হবে।
সাররাফ-এক্সচেইঞ্জ : نُصَرِّفُ যেমন money exchange. যারা হজ্জে গিয়েছিলেন তাদের মনে থাকার কথা। আগের পৃষ্ঠাতেও ওয়ার্ডটা এসেছিলো।