"Cut with them? কিন্তু কিভাবে?"
সময় সাপেক্ষ ব্যপার। Basically don't interact. Don't care about what they say or do. Good or bad.
আর ফ্রেন্ডলিষ্ট পরিষ্কার করতে হবে। আনফলো করো।
ফিডে আসলে যে চেইন দিয়ে এসেছে সবাইকে ব্লক করো।
যেন একসময় ফিডেও আর এদের কেউ না আসে।
"সম্ভব?"
হ্যা। একসময় শাহবাগিদের এইভাবে ব্লক করতাম। এর পর ভিন্ন কারো টাইমলাইনের কমেন্টেও যদি কোনো শাহবাগিকে পেতাম তাকেও ব্লক করতাম। যদিও সে আমাকে কিছু বলে নি।
কেউ আমাকে ফলো করলেও তার টাইমলইন আগে দেখে নিতাম শাহবাগি কিনা। হলে ব্লকড।
এভাবে মাস খানেক পরে ফিড ক্লিয়ার। তারা আমার ফিড দেখে না। আমিও তাদেরটা দেখি না। একটা সেপারেশন তৈরি হয়েছে। অথচ এক সময় সেপারেশন ইমপসিবল মনে হতো।
বন্ধুর সাথে দূরত্ব তৈরি করতে হবে।
ক্লোজ ফ্রেন্ডসদের ব্লক করতে হবে।
But that's a pain that you should go through.
তারা তোমাকে মুসলিম মনে করে না।
দুজনের পথ ভিন্ন।
তাদের পথ তোমার আখিরাত ধ্বংশের কারন হবে।