Post# 1501503722

31-Jul-2017 6:22 pm


প্রশ্ন: "আমার বাচ্চাদের কিভাবে কোরআন শিখাবো যদি তারা স্কুলে পড়ে এবং সেখান থেকে আমি তাদের আনতে না চাই?"

প্রথমে দুই বছর তাকে একজন হুজুর রেখে কোরআন শরিফ শুদ্ধ করে পড়া শিখাতে হবে।

দশ বছর বয়সে পৌছলে একজন হাফেজ রাখতে হবে। বলবেন বাচ্চাকে শেষ ১০টা সুরার পর থেকে একটা একটা মুখস্ত করিয়ে সামনের দিকে অসতে। এই সময়ে শুধু মুখস্ত করবে আর রিভিশন দেবে। খতম দেবে না।

এই সময়ে দেখে পড়ে শিখে ৪০%, আর হাফেজ থেকে মুখে মুখে শিখে ৬০%। মানে পড়তে জানলেও সে আসলে মুখে মুখে শিখছে বেশি।

আমপারা প্রায় এক বছরে শেষ হয়ে যায়।

এর পর ১ বছর রিভিশন। আগের পড়া আরো শুদ্ধ করবে। যেন সে হুজুরের বেশি সাহায্য ছাড়া নিজে নিজেই শুদ্ধ করে পড়তে পারে।

এর পর থেকে ২৯ পারা থেকে একটা একটা করে সুরা মুখস্ত করে সামনের দিকে আসতে থাকবে।

"দৈনিক কত সময় পড়তে হবে?"

প্রতি দিন ৪০ মিনিট করে পড়লেই হবে। সপ্তাহে ৫ দিন। এর বাইরে যদি সে নাও পড়ে তবুও এগুতে পারবে ইনশাল্লাহ।

"আরবী ভাষা শিখাতে হবে না?"

বাচ্চাদের জন্য লাগবে না। তারা এমনি শিখতে পারবে ইনশাল্লাহ। ক্লাস এইটে উঠার পর আরবী ভাষা শেখানোর জন্য চেষ্টা করতে হবে। তখন সে নিজ গরজে শিখতে পারবে।

"আমার বাচ্চাকে একজন হুজুর পড়াচ্ছেন অনেক বছর ধরে। কিন্তু শুধু রিডিং পড়াচ্ছেন।"

হুজুর বদলিয়ে একজন হাফেজ রাখেন যিনি উপরের নিয়মে শিখাবে।

এখানে লক্ষনীয় যে পরীক্ষার সময়ে হুজুরকে বাদ দেবেন না। যদিও পরদিন অংক ফাইনাল পরীক্ষা হয়। ৪০ মিনিট খেলেও পার করে দেয়া যায়। কিন্তু কোরআন শরিফের গুরুত্ব যেন আপনার বা বাচ্চার মাঝে কমে না যায়।

মানে এটা সেকেন্ডারি না, প্রাইমারি - এভাবে পড়াতে হবে।
অল্প সময় রেগুলারলি।

আল্লাহ তায়ালা আমাদের দ্বিনকে বুঝার তৌফিক দিন।

31-Jul-2017 6:22 pm

Published
31-Jul-2017