Post# 1501495063

31-Jul-2017 3:57 pm


যারা শুনে তারা জবাব দেয়।
আর মৃত - তাদেরকে আল্লাহ পূনঃজীবিত করবেন,
এর পর উনার দিকে ফিরা।

তারা বলে,
কোনো নিদর্শন আসে না কেন তার উপর? তার রব থেকে?
বলে দিন, আল্লাহর ক্ষমতা আছে নিদর্শন পাঠানোর,
তাদের অধিকাংশ জানে না।

পৃথিবীর বুকে যত জীব আছে,
যত পাখি উড়ে দুই ডানায়,
সব তোমাদের মত উম্মাহ।
কিতাবে কিছু বাদ রাখি নি।
এরপর তাদের রবের কাছে সবার হাশর।

যে আমার আয়াতকে মিথ্যা বলে
সে বোবা-কালা অন্ধকারে।
যাকে ইচ্ছে আল্লাহ পথভ্রষ্ট করেন,
যাকে ইচ্ছে সরল পথে চালান।

তাদেরকে বলেন,
বলতো যদি আল্লাহর আযাব আসে, বা কিয়ামত
তবে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? যদি সত্যবাদী হও।

বরং উনাকেই ডাকবে।
উনি সারিয়ে দেবেন যে কারনে ডেকেছো, যদি চান।
তোমরা তখন ভুলে যাবে যাদের শিরক করেছো।

আপনার আগের উম্মতদের কাছেও রসুলদের পাঠিাতাম।
তাদেরকে দুঃখ-কষ্ট দিয়েছিলাম যেন তারা আকুতি করে।

তবে শাস্তি আসার পর তারা আকুতি কেন করে নি?
তাদের অন্তর কঠিন হয়েছিলো,
আর শয়তান তাদের কাজকে সুন্দর করে ধরেছিলো।

মনে করিয়ে দেবার পরও যখন তারা ভুলে গেলো,
তখন খুলে দেই সব কিছুর দরজা।
সব পেয়ে তারা খুশি হয়,
এর পর তাদেরকে ধরি, হটাৎ!
তারা হতাশ হয়ে যায়।

- সুরা আল-আনআম, ৫ম পৃষ্ঠা থেকে।

31-Jul-2017 3:57 pm

Published
31-Jul-2017