Post# 1501458869

31-Jul-2017 5:54 am


৬:৪৪
মনে করিয়ে দেয়ার পর যখন তারা ভুলে গেলো,
তখন সব কিছুর দরজা খুলে দেই।
সব পেয়ে তারা খুশি হয়,
এর পর হটাৎ করে তাদেরকে ধরি।
তারা হতাশ হয়।

শব্দ,
মুবলিস-হতাশ : مُّبْلِسُونَ, এ থেকে ইবলিস শয়তান, হতাশ।
বাগতাহ-হটাৎ : بَغْتَةً
ফারহান-খুশি : فَرِحُواْ
নাসা-ভুলা : نَسُواْ, খুবই কমন শব্দ।

আরবীটা দিলাম না। এখন থেকে আরবী ছাড়া দেবো, ইনশাল্লাহ। যদি সেটাই ভালো হয়।

    Comments:
  • এর পর ৬ষ্ট পৃষ্ঠা, আপলোড করা আছে ইউটুবে।
    https://www.youtube.com/watch?v=f5vZPivZo54&list=PLIlzHSKPhLjoJuTdveZs7mM-aAN-2-3nw&index=6&spfreload=10

31-Jul-2017 5:54 am

Published
31-Jul-2017