Post# 1501430675

30-Jul-2017 10:04 pm


ইনবক্সে মাঝে মাঝে প্রশ্ন পাই এরকম: "ভাই ওটা যে লিখেছেন সেটা ঠিক না। এর দলিল এই। ওটা মুছে দিন কারন সেটা পড়ে মানুষ ভুল বুঝবে।"

প্রথম কথা হলো, আমি কোনো আলেম না। তাই আমার কথা অনুসরন করবেন না প্লিজ। আলেমদের কথা অনুসরন করুন। যাকে আপনি নির্ভরযোগ্য মনে করেন।

আর দ্বিতীয়তঃ আমার কোনো কথা যদি অধিকাংশ আলেমদের মতের বিপরতি হয় তবে আমাকে সত্বর জানাবেন। আমি খোজ নিয়ে নিজেকে সংশোধন করে নেবো ইনশাল্লাহ।

ব্যক্তিগত ভাবে ফিকাহ-মাসলার দিক থেকে আমি হানাফি-দেওবন্দি মত অনুসরন করার চেষ্টা করি।

আমার কথা-মতামত-কাজ সব ঠিক না। মানুষ ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আবার ভুল করে। এভাবে চলতে থাকে তার রবের কাছে পৌছা পর্যন্ত।

আল্লাহ তায়ালা আমাদের গুনাহগুলো ক্ষমা করুন।

30-Jul-2017 10:04 pm

Published
30-Jul-2017