যারা একদম আরবী পারেন না, মানে পড়তেও পারেন না বা অক্ষর চিনেন না। বা আলিফ বা তা থা শিখেন নি। তারা আরবী শিখা আরম্ভ করতে পারেন।
আমি প্রতি দিন দুই একটা করে পেইজ আপলোড দেবো ইনশাল্লাহ। দেখেন কতটুকু যায়।
প্রথম পৃষ্ঠা।
এখানে
দা-আলিফ-রা = দ-আ-র = দার।
তিনটাই নতুন অক্ষর। আলাদা করে।
দার মানে ঘর বাসা।
ডান থেকে বামে পড়তে হবে। মানে বাংলার উল্টো দিক থেকে।
د = দা।
ا = আলিফ
ر = রা
দা আর রা এর পার্থক্য দেখে নিতে হবে।
#HabibArabic1
- Comments:
- কবিতার বই নেই। এই বইগুলোর মাঝে মাঝে কিছু পৃষ্ঠায় ছড়া আছে।
টু-থ্রির বইয়ে ছড়া ছিলো বেশি কিন্তু সেটার পূর্ন বই নেই। আলগা কিছু পৃষ্ঠা খুজলে নেটে পাওয়া যায়।
- অকে। লিংক দিয়ে দেবো ইনশাল্লাহ। :-)