৬:৩৮
وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ
وَلاَ طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ
إِلاَّ أُمَمٌ أَمْثَالُكُم
مَّا فَرَّطْنَا فِي الكِتَابِ مِن شَيْءٍ
ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ
পৃথিবীর বুকে যত জীব আছে,
বা যত পাখি উড়ে দুই ডানা দিয়ে,
সব তোমাদের মত একেকটা উম্মাহ।
কিতাবে কিছু বাদ দেই নি।
এরপর তাদের রবের কাছে সবাই ফিরবে।
৬:৩৯
وَالَّذِينَ كَذَّبُواْ بِآيَاتِنَا
صُمٌّ وَبُكْمٌ فِي الظُّلُمَاتِ
مَن يَشَإِ اللّهُ يُضْلِلْهُ
وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
যে আমার আয়াতকে মিথ্যা বলে
সে বোবা-কালা অন্ধকারে।
যাকে ইচ্ছে আল্লাহ পথভ্রষ্ট করেন,
যাকে ইচ্ছে সরল পথে চালান।
অর্থ:
ফাররাত-ছাড়া : فَرَّطْنَا - মনে রাখার জন্য, 'ফুরুত করে চলে গেলো'। আলগা। ঢিল দেয়া। আগের পৃষ্ঠাতেও এই শব্দটা এসেছিলো।
ছুম্মুন বুকমুন-বোবা কালা : صُمٌّ وَبُكْمٌ বুকমুন-বোবা। অন্যটা মানে কালা, যে কানে শুনে না। খুব কমন শব্দ বার বার এসেছে।
উমাম-উম্মাহ : أُمَمٌ উম্মত এর বহুবচন।
আল্লাহ তায়ালা যেন আমাদের সরল পথে চালান।