Post# 1501286027

29-Jul-2017 5:53 am


৬:৩৬
إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ
وَالْمَوْتَى يَبْعَثُهُمُ اللّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ

যারা শুনে তারা জবাব দেয়।
আর মৃত - তাদেরকে আল্লাহ পূনঃজীবিত করবেন,
এর পর উনার দিকে ফিরা।

৬:৩৭
وَقَالُواْ لَوْلاَ نُزِّلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ
قُلْ إِنَّ اللّهَ قَادِرٌ عَلَى أَن يُنَزِّلٍ آيَةً
وَلَـكِنَّ أَكْثَرَهُمْ لاَ يَعْلَمُونَ

তারা বলে,
তার উপর নিদর্শন আসে না কেন, তার রব থেকে?
বলে দিন, আল্লাহর ক্ষমতা আছে নিদর্শন পাঠানোর,
কিন্তু তাদের অধিকাংশ জানে না।

শব্দ,
আয়াত-নিদর্শন : آيَةٌ এই সুরায় যত জায়গায় আয়াত শব্দটা এসেছে এর অর্থ নিদর্শন, a sign. যেমন আল্লাহ তায়ালা এমন একটা বই পাঠালেন যেটা দেখে বুঝা গেলো এটা দুনিয়ার কোনো বই না। সে দেখে কাফেররা যেনো ঈমান আনলো। এরকম। নাস্তিকরা যেটাকে বলে প্রমান।

আমি অধিকাংশ ক্ষেত্রে আয়াত এর বাংলায় আয়াত লিখে রেখেছি সহজে মনে রাখার জন্য।

ইসতাজিব-জবাব : يَسْتَجِيبُ, জবাবের আগে است বসানো হয়েছে। আরবী অনেক শব্দের আগে ইসতা- বসানো হয় নতুন শব্দ তৈরি করার জন্য। grammar rule.

29-Jul-2017 5:53 am

Published
29-Jul-2017