যারা শিখছেন তাদের জন্য,
আলহামদুলিল্লাহ চতুর্থ পৃষ্ঠার শেষের দিকে চলে এসেছি। ইনশাল্লাহ কালকে পঞ্চম পৃষ্ঠা।
কিছু এক্সপেরিয়েন্স:
১
এক সময় মনে হয় -- এবার বোধ হয় হলো না। সেই দিন সময় কিছু বাড়িয়ে পড়লে আল্লাহর রহমতে সেটা কভার হয়ে যায়।
হাল ছাড়া যাবে না।
২
কখনো মনে হয় -- শেষ কয়েকটা আয়াত crude method এ মুখস্ত করে ফেলি। বাচ্চারা যেমন করে।
কিন্তু এটা trap. সময় নষ্ট হবে, শিখতে পারবো না।
অর্থ বুঝে, ধীরে একটা একটা শব্দ পড়ে শিখতে হবে। সময় নিয়ে। যত rush থাকুক না কেন। এভাবে করলে মনে থাকবে। দ্রুত পড়ে মুখস্ত করতে গেলে বরং বেশি সময় লাগবে।
৩
বড় কোনো পাপ, ঝগড়া ঝাটি এসব করলে অন্তরে সব উলট পালট হয়ে যাবে। তাই এই কয় দিন ডিশ টিভি যা আছে সব বন্ধ করে তুলে রাখতে হবে। যার আছে।