চারদিকে ভাঙ্গনের শব্দ,
পাকিস্তানের আদালতের রায় এসেছে এবং নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষনা করেছে। চিন্তা করছিলাম এর পর কি? আদালত উনাকে বরখাস্ত করে নি এবং করতে পারবে না। তাহলে উনাকে সরাবে কে?
এর একটু পরের খবর আসলো নওয়াজ শরিফ নিজেই পদত্যগ করেছেন। ভালো লোক ছিলেন।
আমি আন্দোলনে বিশ্বাসি না। আন্দোলনের মুখে সৎ নেতারা একের পর এক চলে যায়। একসময় এক জালেম ক্ষমতায় আসে যাকে আন্দোলন করে সরানো যায় না। মধ্যপ্রাচ্য এর প্রমান।
এর পর পাকিস্তানের কপালে কি আছে?
জানা নেই। But keep watching.