যারা শিখছেন তাদের জন্য রিভিউ এর নিয়ম।
রিভিউ না করলে অনেক দিন পরে ভুলে যাবো।
সর্বশেষ ৬ পেইজ যেটা শিখেছি, প্রতিদিন রিভিউ করতে হবে।
বেষ্ট হলো নামাজে পড়া। যেমন জোহরের ৬ রাকাত সুন্নাহ নামাজে সর্বশেষ শেখা ৬ পৃষ্ঠা পড়ে নিলাম। আমাদের যেহেতু ৬ পৃষ্ঠা এখনো হয় নি। তাই শেষ তিন পৃষ্ঠা রিভিউ করবো। বা যে কয় পেইজ ভালো মত হয়েছে।
কোনো কারনে সেটা মিস হলে ইশার নামাজের পরে দুই রাকাত সুন্নাহ নামাজে পড়ে নেয়া যায়।
সেটা না হলে, ঘুমানোর সময়ে বিছানায় পড়ে নেয়া।
দিনে একবার পড়লে হয়। কনফার্ম করে নিলাম এখনো মনে আছে। কোথাও সন্দেহ চলে আসলে দেখে আবার ঠিক করে নিতে হবে।
আল্লাহ তায়ালা আমাদের জন্য সহজ করুন।