তাদের কাছে প্রকাশিত হয়েছে যা আগে গোপন ছিলো।
ফিরে গেলেও তারা নিষিদ্ধ কাজেই ফিরে যেতো।
তারা মিথ্যাবাদী।
তারা বলে এই দুনিয়ার জীবনটাই সব।
আমাদের আরেকবার জীবিত করা হবে না।
যদি দেখতে পেতেন,
যখন তাদেরকে দাড় করানো হবে তাদের রবের সামনে।
উনি বলবেন, এটাই কি সত্য না?
তারা বলবে, হ্যা আমাদের রব!
উনি বলবেন, তবে আযাব ভোগ করো তোমাদের কুফরির জন্য।
তারা ক্ষতিগ্রস্থ যারা আল্লাহর সাথে সাক্ষাতকে মিথ্যা বলে।
হটাৎ কিয়ামত চলে আসবে।
তারা বলবে, আফসোস! আমরা অলসতা করতাম।
নিজেদের পিঠে নিজ পাপের বোঝা তুলবে।
জেনে নিয়ো, তাদের বোঝা নিকৃষ্ট।
দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া কিছু না।
আখিরাতের ঘর তাকওয়াকারীদের জন্য উত্তম।
তোমরা কি বুঝো না?
আমি জানি, তাদের কথা আপনাকে কষ্ট দেয়।
আপনাকে তারা মিথ্যাবাদী বলে না-
বরং জালেমরা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে।
আপনার আগের রসুলদেরকেও মিথ্যাবাদি বলা হতো।
উনারা এর উপর সবর করতেন।
অত্যাচারিত হতেন, আমার সাহায্য আসার আগ পর্যন্ত।
আল্লাহর কালামকে কেউ বদলাতে পারে না।
রসুলদের কিছু খবর আপনার কাছে পৌছলো।
তাদের প্রত্যাখ্যান যখন আপনার কাছে বড় মনে হয়-
যেন পারলে মাটিতে সুড়ঙ্গ খুজতেন
বা আকাশে উঠার সিড়ি-
আর তাদেরকে প্রমান এনে দিতেন।
অথচ আল্লাহ চাইলে তাদেরকে এক সাথে হিদায়াত দিতে পারতেন।
আপনি জাহেলদের কেউ হবেন না।
- সুরা আনআম, পৃষ্ঠা ৪ থেকে।