Post# 1501084232

26-Jul-2017 9:50 pm


৬:৩৪
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ
فَصَبَرُواْ عَلَى مَا كُذِّبُواْ
وَأُوذُواْ حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا
وَلاَ مُبَدِّلَ لِكَلِمَاتِ اللّهِ
وَلَقدْ جَاءكَ مِن نَّبَإِ الْمُرْسَلِينَ

আপনার আগের রসুলদেরকেও মিথ্যাবাদি বলা হতো।
মিথ্যাবাদী বলার উপর উনারা সবর করতেন।
উনারা অত্যাচারিত হয়েছিলেন, যতক্ষন না আমার সাহায্য আসে।
আল্লাহর কালামকে কেউ বদলাতে পারবে না।
আপনার কাছে রসুলদের কিছু খবর পৌছলো।

৬:৩৫
وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ
فَإِنِ اسْتَطَعْتَ أَن تَبْتَغِيَ نَفَقًا فِي الأَرْضِ
أَوْ سُلَّمًا فِي السَّمَاء
فَتَأْتِيَهُم بِآيَةٍ
وَلَوْ شَاء اللّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَى
فَلاَ تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ

তাদের এড়িয়ে চলা যখন আপনার কাছে বড় মনে হয়।
যেন পারলে মাটিতে সুড়ঙ্গ খুজতেন
বা আকাশে উঠার সিড়ি-
আর তাদেরকে প্রমান এনে দিতেন।
আল্লাহ চাইলে তাদের এক সাথে হিদায়াত দিতে পারতেন।
আপনি জাহেলদের একজন হবেন না।

অর্থ,
ইয়রাদ-ইগনোর : إِعْرَاضُهُمْ
নাফাক-টানেল : نَفَقًا
সুল্লাম-সিড়ি : سُلَّمًا

26-Jul-2017 9:50 pm

Published
26-Jul-2017