৬:৩২
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ لَعِبٌ وَلَهْوٌ
وَلَلدَّارُ الآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ
أَفَلاَ تَعْقِلُونَ
দুনিয়ার জীবন খেলা-আনন্দ ছাড়া কিছু না।
আর আখিরাতের ঘর তাকওয়াবানদের জন্য উত্তম।
তোমরা কি বুঝো না?
৬:৩৩
قَدْ نَعْلَمُ إِنَّهُ لَيَحْزُنُكَ الَّذِي يَقُولُونَ
فَإِنَّهُمْ لاَ يُكَذِّبُونَكَ
وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللّهِ يَجْحَدُونَ
আমি জানি, তাদের কথা আপনাকে কষ্ট দেয়।
তারা আপনাকে মিথ্যাবাদী বলে না
বরং জালেমরা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে।
শব্দ,
জাহাদ-অবিশ্বাস : يَجْحَدُونَ
হুজুন-কষ্ট : لَيَحْزُنُكَ