২০১২ সালে দিনাজপুরে লিচু খেয়ে ১৪ জন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। মারা যায় এর মাঝে ১৩ জন!
তখন বলা হয়েছিলো খালি পেটে লিচু খেলে এরকম হতে পারে।
আজকের খবর, খালি পেটে লিচু খাওয়ার জন্য এটা হয় নি। হলে এরকম মৃত্যু আগেও ঘটতো, এবং শুধু দিনাজপুরে না, সারা দেশে হতো। Who could have thought it?
কারন হলো নিষিদ্ধ ঘোষিত একটা কিটনাশক দেয়া হয়েছিলো ঐ লিচুতে। এর ইফেক্ট।
এগুলো বাংগালি সাইন্টিস্টরা বের করে নি। বের করেছে CDC, একনামে আমেরিকায় যাকে সবাই চিনে।
- Comments:
- google করলে পাবেন। বাংলায় সার্চ দিন।