৬:৩০
وَلَوْ تَرَى إِذْ وُقِفُواْ عَلَى رَبِّهِمْ
قَالَ أَلَيْسَ هَذَا بِالْحَقِّ
قَالُواْ بَلَى وَرَبِّنَا
قَالَ فَذُوقُواْ العَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
যদি দেখতেন যখন তাদের রবের সামনে তাদেরকে দাড় করানো হবে,
উনি বলবেন, এটাই কি সত্য না?
তারা বলবে, হ্যা আমাদের রব!
উনি বলবেন, তবে আযাবের স্বাদ নাও তোমাদের কুফরির জন্য।
শব্দ,
যুক-স্বাদ : فَذُوقُواْ
৬:৩১
قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُواْ بِلِقَاء اللّهِ
حَتَّى إِذَا جَاءتْهُمُ السَّاعَةُ بَغْتَةً
قَالُواْ يَا حَسْرَتَنَا عَلَى مَا فَرَّطْنَا فِيهَا
وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَى ظُهُورِهِمْ
أَلاَ سَاء مَا يَزِرُونَ
যারা আল্লাহর সাথে সাক্ষাতকে মিথ্যা বলে, তারা ক্ষতিগ্রস্থ।
এমন কি হটাৎ কিয়ামত চলে আসবে।
তারা বলবে, আফসোস! যা নিয়ে আমরা অলসতা করতাম।
নিজেদের পিঠে তারা নিজ পাপের বোঝা নিবে।
জেনে রাখো, তাদের বোঝা নিকৃষ্ট।
শব্দ,
খাসিরা-ক্ষতি : خَسِرَ
বাগতা-চমক : بَغْتَةً
ফারাত-ছাড়া : فَرَّطْنَا
ওজর-পাপ : أَوْزَارَهُمْ - يَزِرُونَ
জেহের-পিঠ : ظُهُورِهِمْ