Post# 1500992589

25-Jul-2017 8:23 pm


"ভাই, সুরা আনআম কেন? আগে আমপারাই না ধরবেন? বা সুরা কাহাফ? বা সুরা বাকারা থেকে আরম্ভ করছেন না কেন?"

ভালো প্রশ্ন।

প্রথমতঃ আমি মূলতঃ একটা স্টাডি সার্কেল করছি। স্টাডি সার্কেল মানে সবাই শিখবে আমি সহ। নিজের শিখাটা বড় উদ্যেশ্য। এবং এই সুরাটা আমার শেখা নেই। তাই শিখছি যারা ইন্টারেস্টেড তাদের সহ।

দ্বিতীয়তঃ নিজের শেখা আছে, এর পরও অন্যকে শেখানোর উদ্যেশ্যে যদি আরো বেসিক যেমন আমপারা থেকে আরম্ভ করি তবে এটা আমি সামাল দিতে পারবো না। এবং তখন সবাই শিক্ষক আলেম চাইবেন। আমি আলেম না।

তবে অন্য কেউ এটা করলে আমি তাকে উৎসাহিত করবো, ইনশাল্লাহ।

তৃতীয়তঃ এহইয়া উলুমউদ্দিন থেকে -- সাহাবা কিরামদের মাঝে রাসুলুল্লাহ ﷺ এর যুগে পূর্ন হাফেজ ছিলেন মাত্র ছয় জন। তাও এর মাঝে দুজন নিয়ে দ্বিমত আছে।

এবং বাকি সাহাবাদের মাঝে যাদের এই দুটো সুরা মুখস্ত ছিলো,
১। সুরা বাকারা আর
২। সুরা আনআম মানে এই সুরাটা

তাদেরকে সাহাবাদের মাঝে আলেম ধরা হতো।
এজন্য সুরাটা শেখার জন্য একটা টান আছে।

চতুর্থতঃ অন্য সুরা অল্প অল্প করে নাজিল হয়েছে, কিন্তু এই সুরাটা রাসুলুল্লাহ ﷺ এর উপর একসাথে একদিনে নাজিল হয়েছে। মানে উনি একদিনে এটা শিখে নিয়েছিলেন জিব্রিল আ: এর থেকে। কষ্ট হয়েছিলো তার পরও। আর আমরা শিখছি তিন মাস সময় নিয়ে।

এবং এটা নাজিলের সময় ৭০ হাজার ফিরিস্তা নাজিল হয়েছিলো। এত ফিরিস্তা যে আকাশে ছায়া পড়ে গিয়েছিলো।

পঞ্চমতঃ
১। এই সুরাটা সহজ।
২। যে তিলওয়াতটা শেয়ার করেছি উনিও বেশ আবেগ দিয়ে পড়েছেন।
৩। এটাতে নাস্তিকদের প্রশ্নের উত্তর দেয়া আছে। যেটা এখন প্রাসংগিক।

মূলতঃ এগুলো কারন।
জাজাকাল্লাহ।

    Comments:
  • الصحابة رضي الله عنهم في الأحوال والأعمال فمات رسول الله صلى الله عليه و سلم عن عشرين ألفا من الصحابة لم يحفظ القرآن منهم إلا ستة اختلف في اثنين منهم
    وكان أكثرهم يحفظ السورة والسورتين وكان الذي يحفظ البقرة والأنعام من علمائهم

25-Jul-2017 8:23 pm

Published
25-Jul-2017