৬:২৮
بَلْ بَدَا لَهُم مَّا كَانُواْ يُخْفُونَ مِن قَبْلُ
وَلَوْ رُدُّواْ لَعَادُواْ لِمَا نُهُواْ عَنْهُ
وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
আগের গোপন তাদের সামনে প্রকাশিত হয়েছে।
ফিরে যেতে পারলেও তারা নিষিদ্ধ কাজেই ফিরে যেতো।
তারা মিথ্যাবাদী।
শব্দ,
বাদা-প্রাকাশ : بَدَا
রদ-ফিরা/জবাব : رُدُّواْ
আদ-ফিরা : لَعَادُواْ
৬:২৯
وَقَالُواْ إِنْ هِيَ إِلاَّ حَيَاتُنَا الدُّنْيَا
وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ
তারা বলে এই দুনিয়ার জীবনই সব
আমাদের আর জীবিত করা হবে না।
শব্দ,
বাআথ-জাগা/তোলা : بِمَبْعُوثِينَ
এখন থেকে পোষ্টে দুই আয়াত। ডেইলি দুটো পোষ্ট। ইনশাল্লাহ।