Post# 1500963058

25-Jul-2017 12:10 pm


ইন্টারমিডিয়েট আরবী জানাদের সমস্যা:


মনে করেন আরবী কোর্স চালু হচ্ছে। জয়েন করলেন। ৬ মাস শিখে বেশ অনেক দূর এগুলেন। এর পর আপনি ব্যস্ততার জন্য বন্ধ করে দিলেন, বা কোর্সটা উনারা বন্ধ করে দিলো কারন প্রথমে যত ছাত্র ছিলো এখন আর তত নেই।

এক বছর পরে উনারা বা অন্য কেউ নতুন কোর্স চালু করছে। এটাতে জয়েন করে দেখবেন যে আপনি আগে যা শিখেছেন সেটাই শেখাচ্ছে।

আপনি এডভান্স করবেন কিভাবে?


একটা সমাধান : কোর্স যারা চালান তারা ছয়টা লেভেল থেকে ছয়টা বই নিয়ে সপ্তাহে প্রতিদিন একটা বই থেকে ক্লাস নিলেন। যে যেই লেভেলে আছে সে সেই লেভেলে পড়বে।

কিন্তু হাইয়ার লেভেলগুলোতে ছাত্র বেশি পাওয়া যায় না। অনেকে মাঝারি লেভেল থেকে কোর্স বাদ দিয়ে সেলফ-এডুকেশনে চলে যায়।

এ জন্য হাই লেভেলে কোর্স ফি অনেক বেশি ধরতে হয় যেহেতু ছাত্র মাত্র কয়েকজন।

বিগিনার্সএ ছাত্র সবসময় বেশি থাকে, একারনে অধিকাংশ কোর্স বার বার বিগিনার্স লেভেলে ঘুরতে থাকে।


তবে ভার্সিটি-মাদ্রাসাগুলোতে এই সমস্যা হয় না। যারা ঢুকে তারা শেষ পর্যন্ত ক্লাস করে।

কিন্তু সেখানে আবার বিগিনার্স থেকে না ঢুকলে আপনাকে মাঝখানে নেবে না।

    Comments:
  • ফ্লাইওভার বানাইছে আসলে গ্লোবাল ওয়ার্মিয়ের কথা মাথায় রেখে।

25-Jul-2017 12:10 pm

Published
25-Jul-2017