একটা পৃষ্ঠা শেখার জন্য স্টেপগুলো, আবার।
১। অনুবাদ থেকে প্রতিটা আয়াতের অর্থ দেখে নেয়া, নতুন শব্দগুলো শিখা।
২। এর পর তিলওয়াত প্লে করে অনেক বার শুনা, অর্থ ধরে।
৩। পৃষ্ঠাটা তিন ভাগে ভাগ করে, উপরের অংশ খুব ধীরে একটা একটা করে শব্দ পড়ে যাওয়া। মনে রেখে।
৪। উপরের অংশ হয়ে যাবার পর মাঝের অংশ একই ভাবে, ধীরে।
৫। শেষ অংশ।
৬। রিভিউ, অডিওর সাথে আবার মিলানো।
প্রতিটা স্টেপে ২০ মিনিট করে দিলে ২ ঘন্টা লাগবে।
- Comments:
- খাইছে। এটা কি ঢাকা শহরের মত দুই ঘন্টা পরে নেমে যায়। নাকি কয়েক দিন থাকে?