যারা শিখছেন।
যদি দেখেন পিছিয়ে পড়ছেন সময় বাড়াতে হবে। রাতে আরো ২০ মিনিট দিলেন।
এতেও না হলে take it slow. সপ্তাহে ১ পৃষ্ঠা করে শিখেন। রেগুলার থাকা শর্ত।
কিছু শেখা হলে একজন হাফেজের কাছে শুনাতে হবে। ভুল থাকলে ধরে দেবেন। দাগিয়ে ঠিক করতে হবে।
"হাফেজ কোথায় পাবো?"
আপনার বাচ্চাকে যে হাফেজ পড়ান তার কাছে। উনি হাফেজ না হলে বদলিয়ে হাফেজ রাখুন।
বিদেশে থাকলে পেইড হাফেজ আছে যারা ভিডিও চ্যটে শিখাবে। আরব। নেটে খোজ লাগান।