বলেন, সবচেয়ে বড় সাক্ষি কি?
বলে দিন, আমার আর তোমাদের মাঝে সাক্ষি আল্লাহ!
আমাকে এই কোরআন ওহি দিয়ে পাঠিয়েছেন
যেন এ দিয়ে তোমাদেরকে হুশিয়ার করি
আর যার যার কাছে এটা পৌছে।
তোমরা কি সাক্ষ্য দিচ্ছো আল্লাহর সাথে আরো ইলাহ আছে?
বলেন, এই সাক্ষ্য আমি দেবো না।
বলেন, বরং উনি একমাত্র ইলাহ!
আর আমি তোমাদের শিরক থেকে মুক্ত।
যাদেরকে কিতাব দিয়েছি
তারা কিতাব এমন করে চিনে, যেমন সন্তানদের চিনে।
যারা নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না।
তার থেকে আর বড় জালিম কে আছে,
যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়?
বা উনার আয়াতকে মিথ্যা বলে?
জালেমদের উনি সফল করেন না।
সে দিন তাদের সবাইকে এক করবো।
এর পর মুশরিকদের জিজ্ঞাসা করবো
কোথায় তোমাদের অংশিদার?
যাদেরকে কল্পনা করতে?
এর পরে তাদের ফিতনা থাকবে না
শুধু এ ছাড়া,
যে তারা বলবে আমাদের রব আল্লাহর কছম
আমরা মুশরিক ছিলাম না!
দেখেন কিভাবে তারা নিজেদের উপর মিথ্যা বলছে।
দূর হয়ে গিয়েছে আগের বানোয়াট কথা।
তাদের কেউ আপনার কথা শুনতে থাকে।
আমি তাদের অন্তরের উপর আবরন দিয়ে দিয়েছি যেন না বুঝে,
তাদের কানে বধিরতা।
সব নিদর্শন দেখেও তারা বিশ্বাস আনবে না।
এমন কি কাফেররা তর্কে এসে আপনাকে বলে,
এ সব অতীতের কাহিনী।
তারা এ থেকে নিষেধ করে, এ থেকে পলায়।
তারা শুধু নিজেদেরকে ধংশ করছে, না বুঝে।
যদি তখন দেখতে পেতেন,
যখন তাদেরকে আগুনের কাছে দাড় করানো হবে।
বলবে হায়!
যদি আমরা ফিরে যেতে পারতাম,
আর আমাদের রবের আয়াতকে মিথ্যে না বলতাম।
যদি আমরা মু'মিনদের কেউ হতাম।
- সুরা আনআম ৩য় পৃষ্ঠা থেকে।