৬:২৭
وَلَوْ تَرَىَ إِذْ وُقِفُواْ عَلَى النَّارِ
فَقَالُواْ يَا لَيْتَنَا نُرَدُّ وَلاَ نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا
وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
যদি দেখতে পেতেন, যখন তাদেরকে আগুনের কাছে দাড় করানো হবে।
বলবে হায়! যদি আমরা ফিরে যেতে পারতাম, আর আমাদের রবের আয়াতকে মিথ্যে না বলতাম।
যদি আমরা মু'মিনদের মাঝে হতাম।
শব্দ,
রদ-জবাব/ফিরা : نُرَدُّ, ওমুক দাবির রদ, আলেমদের বলতে শুনবেন।